কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি: ২৩জানুয়ারি ২০২৫
কুমিল্লার আদর্শ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) হোচ্ছামিয়া লুৎফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা হোচ্ছামিয়া লুৎফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহবায়ক আবু রায়হান।
উক্ত আলোচনা সভায় আবু রায়হান বলেন, বিগত ৫৩ বছর বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারেনি। ২৪শের স্বাধীনতাকে কার্যকরী করার জন্য নারী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে কারণ এই বিজয়ে নারীদের ভূমিকা ছিল অগ্রগামী। আন্দোলন চলাকালীন সময়ে বোনেরা আমাদেরকে অনুপ্রেরণা ও সাহস দিয়েছিল । আগামীর বাংলাদেশ বিনির্মাণে নারীদেরকে রাজনৈতিক সচেতন হতে হবে। নারী-পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলেই শহীদ আহত ভাইদের রক্তকে সঠিকভাবে মূল্যায়ন করা হবে।
এতে আরো উপস্থিত ছিলেন
হোচ্ছামিয়া লুৎফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দুলাল চন্দ্র ভৌমিক ও সকল সহকারী শিক্ষক-শিক্ষিকা সহ প্রমুখ।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv