১০ মামলার আসামি যুবলীগ নেতা 'গাবলা সুমন' আটক
কুমিল্লা প্রতিনিধি :২৯ জানুয়ারি ২০২৫
কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথবাহিনীর বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও যুবলীগ নেতা সুমন(৩৫)প্রকাশ গাবলা সুমনকে আটক করেছে।
বুধবার ভোরে উপজেলার আলকরা ইউনিয়নের দক্ষিণ কাইচ্ছুটি থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে চৌদ্দগ্রাম ও ফেনী থানায় ১০টি মামলা রয়েছে।
বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ।
থানা ও সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে,বুধবার ভোরে চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকাসক্ত অবস্থায় গাবলা সুমনকে তার নিজ গ্রাম থেকে আটক করে। তার বিরুদ্ধে ৫টি এবং ফেনী থানায় আরও ৫টি মামলা রয়েছে। সেনাবাহিনী তার মোবাইল ফোন চেক করে পলাতক সাবেক স্থানীয় এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের সাথে তার যোগাযোগের প্রমাণ পেয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ বলেন, সেনাবাহিনী গাবলা সুমনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই করা হচ্ছে। পুরাতন মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv