নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর অভিযান তিন চাদাঁবাজ আটক
নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি:২৯ জানুয়ারি ২০২৫
কুমিল্লা মহানগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বিভিন্ন গাড়ী ও যাত্রীদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় তিনজনকে আটক করেছে সেনাবাহিনীর ২৩ বীরের অধীনের টহলদল।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ২৩ বীর এর অধীনে আদর্শ সদর আর্মি ক্যাম্প কুমিল্লা শহড়ের সকল বাসস্ট্যান্ডে অবৈধ টোল, চাঁদা আদায়কারী ও চাঁদাবাজদের ধরতে অভিযান পরিচালনা করে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লা নগরীর নবাব বাড়ি এলাকার মৃত. লিয়াকত আলীর ছেলে মোঃ শাফায়েত আলী সৌরভ (৩৫), রেইসকোর্স এলাকার মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ তানজিদ হাসান (৩৩) ও নবাব বাড়ি এলাকার বাবুল মিয়ার ছেলে মোঃ সৈকত(৩০)।
টোল ও চাঁদা আদায়কারী এবং চাঁদাবাজদের নিকট হতে নগদ ৭ হাজার ৭ শত টাকা, ৫ টি মোবাইল ফোন, অবৈধ টোল আদায়ের রশিদ বই, ০১ টি সীল ও প্যাড এবং ০১ টি রেজিস্টার আটক করা হয়েছে।
অবৈধ টোল, চাঁদা আদায়কারী ও চাঁদাবাজদের আটক করার পর তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্র জানায়
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv