নিজস্ব প্রতিবেদক :
নির্বাচিত সরকার ছাড়া তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে ‘স্বপ্নের মুরাদনগর তরুণ প্রজন্মের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘নির্বাচিত সরকার ছাড়া তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। এ জন্য দরকার নির্বাচিত সরকার। সংস্কারের নামে কালবিলম্ব না করে দ্রুত নির্বাচন দিন।’
আগামীর দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, আওয়ামী লীগকে আর বাংলার জমিনে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। কারণ তারা দেশের মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। দেশের মানুষের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার কেড়ে নিয়েছে।
তত্ত্বাবধায়ক সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, বিগত আন্দোলনে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে তাদের মতামত নিয়ে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিতে হবে। নির্বাচিত সরকারই দেশের মূল সংস্কার করবে।
তিনি আরও বলেন, ‘বিগত সরকারের রেখে যাওয়া চাঁদাবাজি ও দুর্নীতি এখনও রয়ে গেছে। এর বিরুদ্ধে আরেকটা আন্দোলন করতে হবে। মিথ্যা স্বাক্ষী দিয়ে শেখ হাসিনা সরকার আমাকে যাবজ্জীবন সাজা দিয়েছে। আমাকে একাধিক বার হত্যার চেষ্টা করেছিল। আল্লাহ আমাকে রক্ষা করেছেন।’
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ।
অধ্যক্ষ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাজী শাহ আরফিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানি, কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ জুন্নুন বসরী, হেফাজতে ইসলাম বাংলাদেশের মুরাদনগর উপজেলা নায়েবে আমির হাফেজ মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়র শিক্ষার্থী রোমান আহম্মেদ বাঁধন, নবীয়াবাদ মাদরাসার শিক্ষার্থী জাহিদ হাসান প্রমুখ।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv