চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ বর্ডার আউট পোস্টে (বিওপি) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রিজিওনাল কমান্ডার ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ইন্সপেক্টর জেনারেল (আইজি) পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাতে উভয় পক্ষ একমত হয়েছে যে সীমান্তে আকস্মিক যেকোনো সমস্যায় সংশ্লিষ্ট কমান্ডার পর্যায়ে যোগাযোগ বা পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান করা হবে।
আজ মঙ্গলবার সকাল সোয়া ১১টায় চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটলিয়নের (৫৯ বিজিবি) ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রংপুর রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান। বিএসএফের নেতৃত্ব দেন সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি মানিন্দ্র প্রতাপ সিং পাওয়ার।
সোমবার দুপুর আড়াইটার দিকে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই পক্ষের সাক্ষাতে সীমান্ত সংক্রান্ত দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে চলমান সুসম্পর্ক আরো সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করা হয় বৈঠকে।
বৈঠকে বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার এবং বিএসএফ মালদা সেক্টর কমান্ডারসহ উভয় দেশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা অংশ নেন।
এর আগে সকালে বিওপিতে পৌঁছার পর বিএসএফ আইজিকে অভ্যর্থনা জানানো হয়।
এরপর তাকে বিজিবির একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিএসএফ আইজি বিজিবির কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং বিজিবি সৈনিকদের ফুল উপহার প্রদান করেন।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv