অনলাইন ডেস্ক:
১২ ফেব্রুয়ারি, ২০২৫
গাজীপুরে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থী আবুল কাশেমের (২০) মৃত্যুর ঘটনায় কফিন মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার রাত সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের উদ্দেশে কফিন মিছিল বের করে সংগঠনটি। এসময় স্লোগানে স্লোগানে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবি জানানো হয়।
মিছিলে শিক্ষার্থীরা 'আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না', 'মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ', 'আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না', 'আওয়ামী লীগ নিষিদ্ধ, করতে হবে, করতে হবে', 'আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন' ইত্যাদি বলে স্লোগান দেন।
এর আগে, আজ বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান শহীদ আবুল কাশেম। মিছিলের আগে শহীদ মিনার প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv