অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়ন জেলা বালকদলকে জেলা প্রশাসনের সংবর্ধনা
কুমিল্লা প্রতিনিধি ২০২৫
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ স্লোগানে তারুণ্য উৎসব ২০২৫ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কুমিল্লা জেলা বালকদল চ্যাম্পিয়ন হয়েছে। অনূর্ধ্ব ১৭ বিজয়ী দলকে সংবর্ধনা প্রদান করেছে জেলা প্রশাসন।
আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার এর সভাপতিত্বে জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, কোচ মাহমুদুল আলম তুহিনসহ খেলোয়ারগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার বলেন, জাতীয় পর্যায়ে কুমিল্লার সন্তানদের ভূমিকা আছে। এখান থেকে জাতীয় দলের খেলোয়ার তৈরি হবে। আমরা এ আশাকরি। খেলার পাশাপাশি পড়ার প্রতিও মনযোগী হতে হবে। খেলাধুলাকে জীবিকা হিসাবে নিতে হলে, একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। নিজেকে তৈরি করতে হবে।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv