চৌদ্দগ্রামে দুই শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেফতার
নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি: ১৩ এপ্রিল ২০২৫
কুমিল্লার চৌদ্দগ্রামে দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ওমর আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি শ্রীপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে। এ ঘটনায় ওমর আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভিকটিম এক শিশুর পিতা মোঃ জাফর।
আজ রোববার (১৩ এপ্রিল) তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
মামলায় উল্লেখ করা হয়, শ্রীপুর ইউনিয়নের ভাটরা গ্রামের মোঃ জাফরের স্ত্রী জেসমিন আক্তার এক সপ্তাহ আগে গজারিয়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যায়। শনিবার বিকেলে গজারিয়া গ্রামের ওমর আলী কোদালের জন্য আবদুল হামিদের বাড়িতে আসে।
এ সময় আবদুল হামিদসহ পরিবারের লোকজন পাশের ক্ষেতে মরিচ তুলছিল। এ সময় বাড়ির পশ্চিম পাশের একটি ঘরে দুই শিশু খেলছিল। বাড়িতে কাউকে না দেখে ওমর আলী ওই দুই শিশুর সাথে যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে জোরপূর্বক শরীরের বিভিন্নস্থানে স্পর্শসহ শ্লীলতাহানি করে। ভয়ে ওই শিশু চিৎকার করলে পরিবারের লোকজন এগিয়ে আসলে ওমর আলী দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওমর আলীর বিচার চেয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘দুই শিশুকে নিপীড়নের ঘটনায় ওমর আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের পরিবার তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আদালতের মাধ্যমে ওমর আলীকে জেলে পাঠানো হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv