বুড়িচংয়ে মালবোঝাই অটোরিকশা খাদে পড়ে প্রাণ গেল চালকের
নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি: ১৮এপ্রিল ২০২৫
কুমিল্লার বুড়িচংয়ে মালামালবোঝাই একটি ব্যাটারিচালিত অটোরিকশা খাদে পড়ে আল আমিন (২৭) নামে এক চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা সদরের নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক। নিহত চালক ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই গ্রামের রোমান মিয়ার ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজার থেকে আলু ও রসুনের একাধিক বস্তা বোঝাই করে ব্যাটারিচালিত অটোরিকশাটি বুড়িচং বাজার সংলগ্ন নোয়াপাড়া এলাকায় এসে খাদে পড়ে যায়। এতে চালক আলামিন ওই অটোরিকশাটির নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সূত্র আরো জানায়, অতিরিক্ত মালামাল থাকার কারণে একটি ব্রিজে ওঠার সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এ সময় অটোরিকশাটির নিচে চাপা পড়েন চালক। অতিরিক্ত মালামাল থাকায় তাকে উদ্ধার করতে সময় লাগে। ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি আজিজুল হক জানান, খবর পেয়ে বুড়িচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি জব্দ করে।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv