কুমিল্লা প্রতিনিধি: ২৮ এপ্রিল ২০২৫
কুমিল্লায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে জেলার মুরাদনগর ও বরুড়া উপজেলায় পৃথক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
পুলিশ জানায়, মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কোরবানপুর গ্রামে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন।
তারা হলেন- দেওড়া গ্রামের জসীম উদ্দিন ভূঁইয়ার ছেলে জুয়েল ভূঁইয়া (৩৫) ও কোরবানপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার মৃত বীরচরণ দেবনাথের ছেলে নিখিল দেবনাথ (৬০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা মাঠে কৃষি কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
অপরদিকে, বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামে বজ্রপাতে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলো- ওই গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩) ও আব্দুল বারেক মিয়ার নাতি সায়মন হোসেন (১৩)। তারা বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কয়েকজন শিশু মাঠে ঘুড়ি ওড়াচ্ছিল। এসময় বজ্রপাতে হলে দুই জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঙ্গুরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান ও বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুর হক ও এ তথ্য নিশ্চিত করেছেন।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv