ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১২টি স্থানে যানজটের আশঙ্কা বিবেচনায় নিয়ে নিরাপত্তা সাজাচ্ছে প্রশাসন। কোরবানির ঈদের আগে মহাসড়ককে যানজটমুক্ত রাখতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর সহায়তা করবে। এ ছাড়া বিআরটিএ, বাস মালিক সমিতি, বাজার কমিটির প্রতিনিধি, রোভার স্কাউটের সদস্যরাও মনিটরিং টিমে অংশগ্রহণ করবেন।
রোববার কুমিল্লা জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়।
সভায় জানানো হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের সম্ভাব্য জায়গাগুলোর মধ্যে দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজার ও ইলিয়টগঞ্জ বাজার, চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার ও চান্দিনা বাজার (বাগুড়), বুড়িচং উপজেলার নিমসার বাজার ও কুমিল্লা-সিলেট মহাসড়কে কংশনগর বাজার, আদর্শ সদর উপজেলার ময়নামতি ক্যান্টনমেন্ট মোড় ও আলেখার চর, সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্ব রোড, সুয়াগাজী বাজার ও কোটবাড়ি ইউ টার্ন এবং চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম বাজার রয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সুপার মো. খাইরুল আলম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা, ক্যাপ্টেইন মাহবুব তাজ, বিআরটিএ সহকারী পরিচালক মো. ফারুক আলম, সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম ভূঁইয়া, কুমিল্লা জেলা সড়ক পরিবহন গ্রুপের মহাসচিব জলিস আব্দুর রব, পরিবহন নেতা মো. ইদ্রিস মিয়া, মোহাম্মদ আলী হোসেন, জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক মহিউদ্দিন লিটন।
হাইওয়ে পুলিশ সুপার মো. খাইরুল আলম বলেন, হাইওয়ে কুমিল্লা রিজিয়নের মোট ২৬টি স্থানকে গুরুত্ব দিয়ে এবারে নিরাপত্তা ব্যবস্থাপনায় সাজানো হয়েছে। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের ১২টি জায়গাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া মহাসড়কের কোথাযও যেন কোরবানির পশুবাহী ট্রাকে চাঁদাবাজি কিংবা রাতের মহাসড়কে যেন কোনো ছিনতাই ও ডাকাতির ঘটনা না ঘটে সে বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।
সভায় জানানো হয়েছে ঈদ উপলক্ষে কোনো পরিবহন যেন অতিরিক্ত বাস ভাড়া নিতে না পারে সে বিষয়ে পর্যবেক্ষক টিম মাঠে থাকবে। পরিবহন মালিকদের স্ট্যান্ডে প্রকাশ্যে ভাড়ার তালিকা টানিয়ে রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া মহাসড়কের উপর দাঁড়িয়ে কোনো বাস যেন যাত্রী ওঠানামা না করাতে পারে সেজন্য আগে থেকেই চালকদের সচেতন করার জন্য মালিক-শ্রমিক নেতাদের অনুরোধ করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সড়কের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর উপস্থিতি থাকবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা, কুমিল্লা নোয়াখালী মহাসড়কের বাগমারা বাজার, লাকসাম জংশন ও লাকসাম বাজার, কুমিল্লা সিলেট মহাসড়কে জাফরগঞ্জ দেবিদ্বার বাজারকে গুরুত্ব দিয়ে ঈদের আগে ও পরে আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়ন বাড়ানোর জন্য দাবি জানিয়েছেন এসব পথে চলাচলকারী যাত্রী ও চালকরা
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv