সোমবার (৭ জুলাই) ভোরে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ভোর ৫টা ৩০ মিনিটের দিকে সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁনপুর নামক এলাকা থেকে একটি সিএনজিসহ ৪৫৫ পিস বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি আটক করা হয়। আটককৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৭ লাখ ৯০ হাজার টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করছে।
আটককৃত চোরাচালানি পণ্যসমূহ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবি জানিয়েছে।
