প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১০:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৫, ৪:৪২ অপরাহ্ণ
অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নয় : র্যাব ডিজি

অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নয় : র্যাব ডিজি
শনিবার (১২ জুলাই) দুপুরে কাওরানবাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।র্যাবপ্রধান বলেন, ‘আমাদের কাছে অপরাধী যে দলেরই হোক, প্রভাবশালীই হোক, কোনো ছাড় নেই।
আমরা কঠোর ব্যবস্থা নেব।’তিনি বলেন, ‘মিডফোর্ডের সামনে হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। তাদের মধ্যে দুজনকে র্যাব ও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।’মব ভায়োলেন্সে জড়িত না হতে দেশবাসীকে অনুরোধ জানিয়ে র্যাব মহাপরিচালক বলেন, ‘মিটফোর্ডের ঘটনাটির ছায়া তদন্তের মাধ্যমে ডিএমপিকে সহায়তা করছে র্যাব।
জড়িত সবাইকে দ্রুতই আইনের আওতায় আনা যাবে। ছিনতাই চাঁদাবাজির মতো অপরাধ নিয়ন্ত্রণে র্যাব মাঠে আছে।’
এ কে এম শহিদুর রহমান বলেন, ‘৫ আগস্টের পর থেকে টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযান বাড়ানোর ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নত হয়েছে। আসন্ন নির্বাচনেও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে র্যাব কাজ করছে।
উল্লেখ্য, রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে গত ৯ জুলাই এক ব্যবসায়ীকে পাথর দিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় বৃহস্পতিবার নিহতের বোন ১৯ জনের নাম উল্লেখ করে এবং ১০-১৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করেন।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv