প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৫, ১০:৪৭ অপরাহ্ণ
মিশরকে ২০০০ বছরের পুরনো কফিন ফেরত দিল বেলজিয়াম

মিশরকে ২০০০ বছরের পুরনো কফিন ফেরত দিল বেলজিয়াম
প্রসিকিউটররা জানিয়েছেন, প্রাচীন কাঠের দাড়ির টুকরাসহ এ নিদর্শনটি বেলজিয়ামের রাজধানীতে এক অনুষ্ঠানে মিশরের রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করা হয়েছে। ব্রাসেলসের পাবলিক প্রসিকিউটর জুলিয়েন মইনিল বলেছেন, ‘১০ বছরের তদন্ত ও বিচারের পর ঐতিহ্য থেকে সরিয়ে ফেলা একটি জিনিসকে তার উৎপত্তিস্থলে ফিরিয়ে দেওয়া ন্যায়বিচারের একটি সত্যিকারের কাজ।’প্রসিকিউটররা আরো জানিয়েছেন, মিশরের একটি আদালতের অনুরোধের পর ইন্টারপোল ২০১৫ সালে নোটিশ জারি করার পর বেলজিয়াম পুলিশ এই নিদর্শনগুলো জব্দ করে।
এত দিন এটিকে ব্রসেলসের রয়েল মিউজিয়াম অব আর্ট অ্যান্ড হিস্ট্রিতে রাখা হয়েছিল।
এক বিবৃতিতে বলা হয়েছে, ‘খ্রিস্টপূর্ব চতুর্থ থেকে তৃতীয় শতাব্দীর টলেমীয় যুগের কাঠের কফিনটি নিঃসন্দেহে মিশরীয় উন্নত সমাজের কারো ছিল। উন্নত উপকরণের ব্যবহার ও সূক্ষ্ম কাজ এটির ব্যতিক্রমী কারুশিল্পের প্রমাণ দেয়।’বিবৃতিতে আরো বলা হয়েছে, কফিনের ওপর প্রাচীন মিশরীয় চিত্রলিপি অনুযায়ী কফিনটি পাতালের দেবতা ওসিরিসে রূপান্তরিত হিসেবে চিত্রিত পা-দি-হোর-পা-খেরেদ নামে একজন ব্যক্তি হিসেবে শনাক্ত করা সম্ভব হয়েছিল।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv