প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৫, ১১:৩২ অপরাহ্ণ
এনসিপি ও জামায়াতকে যে বার্তা দিলেন বিএনপি নেতা ফজলুর রহমান
এনসিপি ও জামায়াতকে যে বার্তা দিলেন বিএনপি নেতা ফজলুর রহমান
অনলাইন ডেস্ক
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘এই যে কইছে না, শাপলা না পাইলে ধানের শীষে ভোট করতে দিবে না। আমি যে কই, বাপ-দাদার নাম নেই চাঁন মল্লের বেয়াই। আসমানে ওঠতে চাও? বিএনপির একটা ওয়ার্ডে কর্মী ঢাকাতে বাহির হলে তরারে ফাত্তা পাওয়া যাইতো না। কস ধানের শীষকে একবারে বাতিল কইরা ফালবে তোরা।
গতকাল শুক্রবার (১১ জুলাই) অষ্টগ্রাম উপজেলা বিএনপির অফিসে এক মতবিনিময় সভায় স্থানীয় ভাষায় এসব কথা বলেন তিনি।
ফজলুর রহমান বলেন, ‘আমি জামায়াতের বিরুদ্ধে কই বলে, স্বাধীনতা বিরোধীরে বিরুদ্ধে কই বলে আমি খারাপ হয়ে গেছি গা। এরা কি নিয়ে যাইতেছে, তারা বলে দেশটাকে আফগানিস্তান বানাবে। আমিতো আমার দেশ বাংলাদেশ বানাতে চাই, আমিতো আফগানিস্তান বানাতে চাই না।
তিনি বলেন, ‘বাংলাদেশের বাপের নাম বা মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ। মিছা কাইতেছি না হাছা কইতেছি? মুক্তিযুদ্ধ না হলে কি বাংলাদেশ হতো? তাইলে এটা হলো আমার মা-বাবা আমি এই দেশের সন্তান। এই দেশটাকে কি আমি রাখবো কিনা? এই বাংলাদেশটা আমি রাখবো কি না? নাকি এইটার পূর্ব পাকিস্তান নাম দিমো? পাকিস্তান যদি নাম না হয়, তাইলে বাংলাদেশ যদি তোমরা রাখতে চাও, তাইলেতো এইখানে স্বাধীনতাবিরোধী শক্তি যদি তারা শাসন করতে চায় ভোট করে আসতে হবে।’
তিনি আরো বলেন, ‘তা নাহলে এখানে আমাদের অধিকার বেশি।
কারণ আমাদের নেতা জিয়াউর রহমান বলেছিলেন, “I, Major Ziaur Rahman, hereby declare the independence of Bangladesh” বাংলাদেশ থাকলেতো আমরা এই দেশের দায়িত্ব পালন করব এবং মানুষের ভোট আমরা নিব। সমস্ত তারা দখল করে বসে আছে। কয় কি দুই সাপের এক বিষ, নৌকা আর ধানের শীষ। নৌকাতো গেছে। আরেকটা সাপকে বিদায় করে দিবা, ধানের শীষকে।
তোমরা খালি পাল্লা, আর কয় কি শাপলা না পাইলে ধানের শীষের ভোটও করতে দিবে না। কয়ছে কি-না?’মতবিনিময় সভায় অষ্টগ্রাম উপজেলা বিএনপি সভাপতি সাইদ আহমেদ, মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।