প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১১:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ৬:১২ অপরাহ্ণ
সাভারে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের দগ্ধ ৩

সাভারে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের দগ্ধ ৩
দগ্ধরা হলো জুবায়ের হোসেন (কিরণ) (৩০) তার স্ত্রী মাহমুদা আক্তার (২৭) ও তার সন্তান মো. উমায়ের (৬)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান তিনি জানান, দুপুরের দিকে সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে দগ্ধ হয়ে শিশুসহ একই পরিবারের তিন জন আমাদের এখানে ভর্তি হয়েছে। তাদের মধ্যে জুবায়ের হোসেনের ৬০ শতাংশ দগ্ধ, তার স্ত্রী মাহমুদা ৫০ শতাংশ দগ্ধ ও তাদের সন্তান উমায়ের ১১ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে স্বামী-স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় শিশু উমায়েরকে অবজারভেশনে রাখা হয়েছে।
দগ্ধ কিরণের ভাই বাবু মিয়া বলেন, ‘আমার ভাই নবীনগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। রান্নাঘরের সিলিন্ডার থেকে গ্যাস লিক করছিল। সকালে রান্না করতে চুলা জ্বালাতে গেলে পুরো ঘরে আগুন ধরে যায়। আগুনে আমার ভাই, তার স্ত্রী ও ছেলে পুড়ে যায়।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv