সোমবার (১৪ জুলাই) রাজধানীর নয়াপল্টনে এ বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দলটির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সোমবার (১৪ জুলাই) রাজধানীর নয়াপল্টনে এ বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দলটির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সমাবেশে অংশ নিয়ে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রদলের লাখো নেতাকর্মীকে শান্ত রাখা হয়েছে। বিএনপির শীর্ষ নেতাকে নিয়ে অশ্লীল স্লোগান দেওয়ার পরও নেতাকর্মীকে শান্ত রাখা হয়েছে।
মব কালচারের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই দাবি করে রাকিব বলেছেন, ‘আমরা সতর্ক করে দিচ্ছি, আগামীতে এ ধরনের অস্থিতিশীল কোনো ঘটনায় ক্যাম্পাস ক্রস ইস্যু করা হয় এবং মব ক্রিয়েট করা হয়, এর দায়দায়িত্ব গুপ্ত সংগঠনকে বহন করতে হবে।’
রাকিব আরো বলেন, ‘গুটিকয়েক শিক্ষার্থী শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের ছবি এবং সম্মানহানি করেছে।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv