লাকসামে ৫টি শিশুসহ শিশু অপহরণকারী মনি সেনাবাহিনীর হাতে আটক।
কুমিল্লা প্রতিনিধি :
বাংলাদেশ সেনাবাহিনী লাকসাম ক্যাম্পের দায়িত্বে থাকা কর্মকর্তাগণ, ইতিমধ্যেই সুনাম ছড়িয়েছেন লাকসাম উপজেলায়। এই উপজেলার বিভিন্ন জায়গা থেকে মাদক নির্মুলের যে অভিযান অব্যাহত রেখেছেন তা ইতিমধ্যেই সুনামে পাহাড়ে পরিণত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী লাকসাম ক্যাম্প।
অপরাধী যেই হোক আইনের আওতায় আনতেই হবে। এমনই গোপন সংবাদের ভিত্তিতে মনি নামক এক শিশু পাচারকারীকে আটক করে সেনাবাহিনীর একটিম। আটকের পর তাকে লাকসাম থানায় প্রেরণ করেন।
স্থানীয় ভাবে জানাযায়, আটককৃৎ মনি শরাবত আলীর মেয়ে এবং বিএনপি’র একজন নির্যাতিত সদস্য শফিউল্লাহ রায়হানের আপন ছোট বোন।
বিএনপি নেতা শফিউল্লাহ রায়হানের আপন ছোট বোন হওয়াতে বিভিন্নজন নানান রকমের মন্তব্য করলেও বাস্তবে দেখা যায় মেয়েটি মূলত একজন ভাঙ্গারী ব্যবসায়ী হিসেবে পরিচিত।
বিএনপি’র একজন নির্যাতিত নেতার আপন বোন হয়ে তার কাছ থেকে ৫টি শিশু বাচ্ছাকে উদ্ধার করলেন সেনাবাহিনী। তাই এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি দেখা দিয়েছে।
আবার স্থানীয় লোকজন এমনও বলতে শুনা গেছে, অন্যায়কারি সে যেই হোক, তার পরিচয় সে অপরাধী। মানুষ সত্যি বলার স্বাধীনতা অনেক আগেই হারিয়ে পেলেছে যার কারনে অপরাধীরা একটার পর একটা অপরাধ করেই যাচ্ছে,
আবার কেউ কেউ বলছে এটা সম্পূর্ণ ষড়যন্ত্র। সঠিক সময়ে বেরিয়ে আসবে কোনটা সঠিক তা তদন্ত শেষে সব কিছু বলে দিবে বাংলাদেশের আইন।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv