প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ৭:৫১ অপরাহ্ণ
ফকিরহাটে ভারোত্তোলন প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন

ফকিরহাটে ভারোত্তোলন প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন
বুধবার (১৬ জুলাই) বিকেলে ফকিরহাট উপজেলার সাতশৈয়া গ্রামে সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্রে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পটি উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহনেওয়াজ মেহেদী, বাগেরহাট জেলা ক্রীড়া কর্মকর্তা হুসাইন আহমাদ, ও ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরা।
বক্তারা বলেন, সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ পেয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পদক পেয়ে দেশকে সম্মানীত করেছেন খেলোয়াড়রা।
২০২৬ সালে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিতব্য ১৪তম সাউথ এশিয়ান গেমসের ভারোত্তোলন প্রতিযোগিতায় খেলোয়াড়রা দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv