প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ২:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ণ
নাহিদের স্লোগানে মুখরিত এনসিপির পদযাত্রা
নাহিদের স্লোগানে মুখরিত এনসিপির পদযাত্রা
ফরিদপুর প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের স্লোগানে ফরিদপুরে মুখরিত হয়ে উঠেছে জুলাই পদযাত্রা। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে ফরিদপুর সার্কিট হাউস থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলে হাজারো নেতাকর্মী অংশ নেন। পরে মিছিলটি শহরের মুজিব সড়ক দিয়ে জনতা ব্যাংকের মোড়ে পদযাত্রা মঞ্চে গিয়ে শেষ হয়।
মিছিলে নাহিদ নিজে স্লোগান দেন। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সড়ক।
এর আগে দুপুর দেড়টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফরিদপুর সার্কিট হাউসে পৌঁছায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়ি বহর। সেখানে দুপুরে খাওয়া-দাওয়া শেষে মিছিল সহকারে মঞ্চে ওঠেন তাঁরা।