কুমিল্লা প্রতিনিধি : ১২ জুলাই ২০২৫
শহীদ পরিবারের উপস্থিতিতে বেলুন উড়িয়ে ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার,জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া। এই সময় শহীদ পরিবারের বক্তব্য রাখেন শহীদ মো. মাছুমের বাবা ও আনাসের মা।
পরে ১ম স্থান মো বশির, ২য় স্থান মো আতীক, ৩য় স্থান রাব্বি কে সহ বিজয়ী ১০০ প্রতিযোগীকে ম্যাডেল দেয়া হয়। এর আগে ৩৬ টাকায় রেজিস্ট্রেশন করা সকল প্রতিযোগীকে টি-শার্ট, ক্যাপ ও নাশতার বক্স উপহার দেয় হয়।
গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আয়োজিত এই ম্যারাথনে জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা সহ বিভিন্ন স্তরের শ্রেনী- পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এই প্রতীকী ম্যারাথন নতুন প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন। এই সকল আয়োজনের মধ্যে গণতন্ত্র সচেতনতা ও দেশপ্রেম জাগিয়ে তুলতে সহায়ক হবে।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv