প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ২:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৭:৫০ অপরাহ্ণ
মঠবাড়িয়ায় ছাত্রদলকর্মী নিহতের ঘটনার ২ দিন পর মামলা

মঠবাড়িয়ায় ছাত্রদলকর্মী নিহতের ঘটনার ২ দিন পর মামলা
নিহত মঞ্জুর মোর্শেদ মুবিন মঠবাড়িয়া বণিক সমিতির সভাপতি ও পল্লী চিকিৎসক মো. ইদ্রিস আলী মহারাজের ছেলে এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. শামিম মৃধার আপন ভাগনে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে শহরের নিউমার্কেট জমাদ্দর চত্বর এলাকায় ছাত্রদলকর্মী মুবিনের ওপর হামলার ঘটনা ঘটে। ওই সময় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই সময় ধারালো অস্ত্রের আঘাতে অপর এক কাতার প্রবাসী তামিম (২৩) গুরুতর আহত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv