তুরস্কের কর্মকর্তারা এদিন জানান, একটি ব্রোঞ্জের মূর্তি ৬৫ বছর পর দেশে ফিরিয়ে আনা হয়েছে, যা বর্তমান দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুরদুর প্রদেশে অবস্থিত প্রাচীন শহর বুবন থেকে বিংশ শতাব্দীর ষাটের দশকে পাচার হয়েছিল।
তুরস্কের কর্মকর্তারা এদিন জানান, একটি ব্রোঞ্জের মূর্তি ৬৫ বছর পর দেশে ফিরিয়ে আনা হয়েছে, যা বর্তমান দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুরদুর প্রদেশে অবস্থিত প্রাচীন শহর বুবন থেকে বিংশ শতাব্দীর ষাটের দশকে পাচার হয়েছিল।
তিনি আরো বলেন, “আমরা ‘দার্শনিক সম্রাট’ মার্কাস অরেলিয়াসকে ফিরিয়ে এনেছি তার নিজের ভূমিতে।”
মন্ত্রী আরো জানান, একসময় যুক্তরাষ্ট্রে প্রদর্শিত এই অনন্য নিদর্শনটি বৈজ্ঞানিক বিশ্লেষণ, সংরক্ষিত নথিপত্র ও সাক্ষীদের বিবরণীর ভিত্তিতে তুরস্কে ফিরিয়ে আনা হয়েছে।
মেহমেত এরসয় বলেন, ‘মার্কাস অরেলিয়াসের দেশে ফেরাটা ন্যায়বিচারের পেছনে আমাদের দীর্ঘদিনের সাধনার একটি বাস্তব ফলাফল।’
মাথাবিহীন এই মূর্তিটি যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড আর্ট মিউজিয়ামে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত প্রদর্শিত হয়েছিল। এরসয় জানান, তুরস্ক থেকে পাচার হওয়া তার দেশের সব সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় তারা দৃঢ়প্রতিজ্ঞ।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv