মিশেল নামের ওই ব্যক্তি দীর্ঘ ভ্রমণ শেষে পৌঁছান ফরাসি মডেল সোফি ভুজেলোর বাড়িতে।
মিশেল নামের ওই ব্যক্তি দীর্ঘ ভ্রমণ শেষে পৌঁছান ফরাসি মডেল সোফি ভুজেলোর বাড়িতে।
এই অপ্রত্যাশিত ঘটনার একটি ভিডিও ফ্যাবিয়েন অনলাইনে শেয়ার করলে ঘটনাটি জনসমক্ষে আসে। ভিডিওতে দেখা যায়, সোফি ও ফ্যাবিয়েন মিশেলকে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। তিনি মিশেলকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে বলেন।
জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে মিশেল হোয়াটসঅ্যাপে এমন একজনের সঙ্গে কথা বলছিলেন, যাকে তিনি সোফি ভুজেলো মনে করছিলেন। আসলে ওই অ্যাকাউন্টটি প্রতারকরা চালাচ্ছিল।
৯ জুলাই মিশেল প্যারিস থেকে প্রায় ৪২০ কিলোমিটার দক্ষিণে সেন্ট-জুলিয়ান এলাকায় সোফির বাড়িতে হাজির হন। তিনি সেখানে গিয়ে বলেন, ‘আমি সোফি ভুজেলোর ভবিষ্যৎ স্বামী।
‘রোমান্স স্ক্যাম’ কী?
‘রোমান্স স্ক্যাম’ বা প্রেমঘটিত প্রতারণা এমন একটি অপরাধ, যেখানে অপরাধীরা অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং পরে অর্থ আদায় করে। এ ধরনের প্রতারণায় সবচেয়ে বেশি লক্ষ্য হন একাকী বা বিধবা মানুষ। তারা বেশির ভাগ ক্ষেত্রে কারো সঙ্গে অনলাইন যোগাযোগে আবেগপ্রবণ হয়ে পড়েন।
এ ধরনের প্রতারণা থেকে সাবধান থাকতে যাকে কখনো সামনে দেখা হয়নি, তার অনুরোধে টাকা পাঠানো থেকে বিরত থাকতে হবে। সম্পর্কের ব্যাপারে বন্ধু বা পরিবারের সঙ্গে কথা বলা যেতে পারে। প্রোফাইল ছবিগুলো সত্যি কি না যাচাই করতে গুগলে রিভার্স ইমেজ সার্চ ব্যবহার করা যেতে পারে। অল্প সময়ে ঘনিষ্ঠতা তৈরি বা হঠাৎ আর্থিক সমস্যা নিয়ে কথা বলা হলে সাবধান হোন। কোনো ভুক্তভোগীকে সহায়তা করতে চাইলে, তাকে দোষারোপ না করে আশ্বস্ত করুন, এটা তার দোষ নয়। নিজেরও মানসিকভাবে শক্ত থাকা জরুরি, কারণ এমন প্রতারণার প্রভাব অনেক গভীর হতে পারে।
মিশেলের এই ঘটনা একেকটি উদাহরণ, যা অনলাইন প্রেমের জগতে প্রতারণার বিপজ্জনক দিকগুলো সামনে এনেছে। প্রযুক্তির যুগে সম্পর্ক গড়ার আগে সতর্ক থাকাই এখন সবচেয়ে বড় বুদ্ধিমত্তা।
সূত্র : বিবিসি
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv