প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৫, ১:২৮ অপরাহ্ণ
বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু

বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু
মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৮টার পর রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মো. সায়েদুর রহমান এসব তথ্য জানান।
অধ্যাপক সায়েদুর রহমান বলেন, ‘চিকিৎসার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।
আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।’তিনি আরো জানান, চিকিৎসাধীনদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইউনিটে দুজন ভেন্টিলেশনে আছে। রক্তের জন্য পর্যাপ্ত ডোনার আছে।
নেগেটিভ গ্রুপের কিছু রক্ত লাগবে।
গতকাল সোমবার দুপুর ১টার কিছু পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। স্কুল চলাকালীন হওয়ায় ভবনটিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী অবস্থান করছিল। দুর্ঘটনার পরপরই ভবনে আগুন ধরে যায়।
ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট, পরে যুক্ত হয় সেনাবাহিনী ও বিজিবি। আহতদের দ্রুত উদ্ধার করে হেলিকপ্টারে করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv