বুধবার (২৩ জুলাই) প্রকাশিত এ তালিকায় উল্লেখ করা হয়, ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম।
বুধবার (২৩ জুলাই) প্রকাশিত এ তালিকায় উল্লেখ করা হয়, ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম।
অন্যদিকে, তালিকার শীর্ষে রয়েছে আগের মতোই এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা বিশ্বের ১৯৩টি দেশে ভিসা ছাড়াই প্রবেশের সুবিধা পান। দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া।
তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সাত দেশ— ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন। চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন। পঞ্চম স্থানে রয়েছে নিউজিল্যান্ড, গ্রিস ও সুইজারল্যান্ড।
যুক্তরাজ্যের অবস্থান তালিকার ষষ্ঠ স্থানে, আর যুক্তরাষ্ট্র রয়েছে ১০ম স্থানে।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv