প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৪:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৫, ৪:২৬ অপরাহ্ণ
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭
নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ঘটনাস্থলেই ৪ নারী ও এক পুরুষের মৃত্যু হয়েছে। বাকি দুজনের মধ্যে একজন বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে বনপাড়া-ঢাকা মহাসড়কের উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের রয়না তরমুজ পেট্রোল পাম্প এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদাহ গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (৬৫), তার স্ত্রী সেলিনা বেগম (৫৫), শহীদুল ইসলামের স্ত্রী আয়োয়ারা বেগম (৬০), মিজানুর রহমানের স্ত্রী আনোয়ারা বেগম ৭৫, মেহেরপুর গাংনী বেতগাড়ী গ্রামের মোহাম্মাদ আলীর স্ত্রী আঞ্জুমানয়ারা বেগম (৭৪), প্রাগপুর গ্রামের রফেজ চৌধুরীর স্ত্রী ইতি খাতুন (৪০), সীমা খাতুন (৩৫) এবং মাইক্রোচালক মেহেরপুর জেলার গাংনী উপজেলার নবীরুদ্দিনের ছেলে সাহাব হোসেন রুবেল। এ সময় মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।নিহত জাহিদুলের স্ত্রী নিশি খাতুন সিরাজগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখার জন্য পরিবারের লোকজন স্বজনদের নিয়ে সিরাজগঞ্জ হাসপাতালে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়ার দৌলতপুর ধর্মদাহ গ্রাম থেকে হাইয়েস মাইক্রোবাসটি নিয়ে সিরাজগঞ্জে নিহত জাহিদুলের স্ত্রী নিশি খাতুনকে দেখার জন্য পরিবারের লোকজন স্বজনদের নিয়ে সিরাজগঞ্জ যাচ্ছিলেন। পথে বড়াইগ্রাম ইউনিয়নের রয়না তরমুজ পেট্রল পাম্প এলাকায় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা দুজনের লাশ বের করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বনপাড়া হাইওয়ে থানা পুলিশ মাইক্রোবাসের বডি কেটে আরো তিনটি লাশ উদ্ধার করে।
এ সময় তিনজনকে জীবিত উদ্ধার করা হয়। এদের মধ্যে গুরুতর আহত একজনের বড়াইগ্রাম হাসপাতালে মৃত্যু হয়। বাকি দুজনকে প্রথমে রোডস অ্যান্ড হাইওয়ে নাটোর হাসপাতালে ভর্তি করা হয়।নাটোর সদর হাসপাতালের আরএমও ডা. সম্রাট জানান, গুরুতর আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
বড়াইগ্রাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতদের পরিচয় পাওয়া গেছে। দুর্ঘটনায় ট্রাক ও মাইক্রোবাসটি হাইওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।