প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ৮:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ণ
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার খবর কী?

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার খবর কী?
এ ছাড়া ১৪৫ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ইরাকের বাগদাদ।
১৪৪ স্কোরে ভারতের দিল্লি তৃতীয় অবস্থানে উঠে আসে। তালিকায় ১২৯ স্কোরে চতুর্থ অবস্থানে থাকা রাজধানী ঢাকাসহ বাগদাদ ও দিল্লির বাতাসে মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। পঞ্চম অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা। ১২৬ স্কোরে এই শহরের বাতাসও সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv