
শারদীয় দুর্গাপূজায় আজ মহা মহাষ্টমী
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দূর্গা অষ্টমী হলো দেবী দূর্গার উপাসনায় উদযাপিত নবরাত্রি উৎসবের অষ্টম দিন। দুর্গাপূজা উৎসবের অন্যতম শুভ দিন।অষ্টমী পূজার মূল আকর্ষণই হলো কুমারী পূজা। এদিন ফুল, জল, বেলপাতা, ধূপ-দীপসহ ষোড়শ উপচারে কুমারীরূপে দেবী দুর্গারই আরাধনা করা হয়।
কুমিল্লায় হিন্দু ধর্মাবলম্বীরা পূজা-মন্ডপগুলোতে ধর্মীয় মর্যাদায় পূজা-অর্চনার মাধ্যমে মহাঅষ্টমী উদযাপন করেছেন। পুজোর তিথি অনুসারে সকাল ১১টার দিকে মন্ডপে মন্ডপে অঞ্জলী নেয় দুর্গাভক্তরা। পূজা শেষে হাতের মুঠোয় ফুল, বেলপাতা নিয়ে ভক্তরা মন্ত্র উচ্চারণের মাধ্যমে অঞ্জলি দেন দেবীর পায়ে। করজোড়ে কাতর কণ্ঠে জগজ্জননীর কাছে শান্তি কামনায় প্রার্থনা করেন ভক্তরা। ঢাকের বাদ্য, কাঁসর ঘণ্টা আর নারীদের মুখে উদুর ধ্বনিতে দেবীর আরাধনায় মগ্ন ভক্তরা। দেবীর আরাধনায় পূজা-মন্ডপগুলো দিনভর ভিড় জমিয়েছেন দর্শানার্থীরা।
কুমিল্লার জেলার ৮১৮টি পূজা মন্ডপ ও মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ বছরও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পূজা মন্ডপগুলোতে আনসার, পুলিশ ও র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রায় প্রতিটি পূজা-মন্ডপে স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করছে।
এদিকে কুমিল্লা সীমান্ত এলাকার পূজা মণ্ডপগুলোতে বিজিবির ৩৯টি টহল টিমকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রাম পুজো মন্ডপ পরিদর্শন করেন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ ,অধিনায়ক ১০বিজিবি অধিনায়ক।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv