সেনাবাহিনী সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে হারুনুর রশিদ নামে এক ব্যবসায়ীর বাসায় হামলা চালিয়ে তাকে আহত করে চিহ্নিত সন্ত্রাসী সেলিমসহ তার সহযোগীরা।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে হারুনুর রশিদ নামে এক ব্যবসায়ীর বাসায় হামলা চালিয়ে তাকে আহত করে চিহ্নিত সন্ত্রাসী সেলিমসহ তার সহযোগীরা।
সেনাবাহিনী আরো জানায়, চিহ্নিত সন্ত্রাসী সেলিম ও তার দলবল মূলত ফ্ল্যাট দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে ওই হামলা চালায়। ওই সময় প্রাণ বাঁচাতে বাসার নিচে থাকা নিজ অফিসে আশ্রয় নিলে সেখানেও ভুক্তভোগী হারুনুর রশিদকে গুরুতর আহত করা হয়।
অন্যদিকে মোহাম্মদপুরের তালিকাভুক্ত আসামি সৈয়দপুরিয়া নওশাদের বিরুদ্ধে প্রায় ২০টি মামলা রয়েছে। এর মধ্যে ৫-৬টিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া গ্রেপ্তার নওশাদ মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পেট্রোলবোমা ও ককটেল বানানোর জন্য পরিচিত বলে জানিয়েছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সেলিম ও সোহানকে দীর্ঘদিন ট্র্যাক করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের বিরুদ্ধে রিপোর্ট হওয়াতে সেলিম ও সোহানকে চিহ্নিত করতে সুবিধা হয়েছে।
তিনি আরো বলেন, জেনেভা ক্যাম্পে বোমা বিস্ফোরণ, মাদক কারবার ও হত্যাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে নওশাদ জড়িত। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা এবং গ্রেপ্তারের পরোয়ানা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv