
কুমিল্লা প্রতিনিধি :
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কুমিল্লা সেক্টরের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, আজ শুক্রবার জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় উন্নতমানের শাড়ী ও খাদ্য সামগ্রীসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে প্রায় ৯৭ লাখ ৯২ হাজার টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ী এবং ১৭ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় খাদ্য সামগ্রী রয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, ‘সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সীমান্ত নিরাপত্তায় অটল অবস্থানে রয়েছে। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এসব মালামাল জব্দ করা হয়েছে।’
জব্দকৃত পণ্যসমূহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
মোবাইল: +৮৮০১৭১১৯৯৭৯৫৭
ইমেইল: sahabibcomilla@gmail.com
24newstv.tv