কুমিল্লায় গোমতী নদীর মাটি লুট করায় জরিমানা, দুই ট্রাক্টর জব্দ

কুমিল্লায় গোমতী নদীর মাটি লুট করায় জরিমানা, দুই ট্রাক্টর জব্দ
কুমিল্রা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে গোমতী নদীর পাড় এলাকায় অবৈধভাবে মাটি কাটার ধুম পড়েছে। প্রতি বছর শীত আসলে শুরু হয় অবৈধভাবে মাটি কাটি।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকালে গোমতী নদীর লক্ষীপুর এলাকায় এ নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় দেবিদ্বার থানার এএসআই বেলাল উদ্দিনসহ পুলিশের একটি টিম ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
অভিযানে মাটি কাটার দায়ে মো. আতিক নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় দুই ট্রাক্টর জব্দ করে থানায় নিয়ে আসা হয়। আতিক জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দা জানান, প্রতি বছর শীত আসলে এ এলাকায় ধুলাবালিতে আচ্ছন্ন হয়ে যায়। ঘর-বাড়ি বিছানাপত্রে বালুর স্তূপ পড়ে। দুর্ভোগ পোহাতে হয় রাস্তা ঘাটে চলাচল করা মানুষের। তাঁরা অভিযোগ করে আরও বলেন, গোমতী নদীর মাটি কাটার পেছনে পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু চক্র জড়িত। তাঁরা মাটি কাটার সিন্ডিকেট থেকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। উপজেলা প্রশাসন বারবার অভিযান পরিচালনা করলেও সিন্ডিকেটকে বন্ধ করা যাচ্ছে না।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, আটক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং নদীতে মাটি কাটার অপরাধে দুটি ট্রাক্টর জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। গোমতী নদীকে বাঁচাতে আরও কঠোর হবে উপজেলা প্রশাসন। যারা মাটি কাটার সঙ্গে জড়িত এদের কাউকে ছাড় দেওয়া হবে না।