শিরোনাম: কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও চুলাই মদসহ যুবক আটক

*শিরোনাম: কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও চুলাই মদসহ যুবক আটক
কুমিল্লা, ১০ মে ২০২৫:
আজ সন্ধ্যা ৬টায় কুমিল্লা শহরের কোতয়ালি থানাধীন সুইপার পট্টি এলাকায় সেনাবাহিনী একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধার করা হয় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ লিটার চুলাই মদ।

অভিযানে আটক করা হয় মোঃ রাজন (২২) নামের এক যুবককে। তিনি কুমিল্লা জেলার কোতয়ালি থানার সুজানগর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম সেকান্দর মিয়া। অভিযানের সময় রাজনের কাছে কোনো মোবাইল ফোন পাওয়া যায়নি।
সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামিকে যথাযথ প্রক্রিয়ায় কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়। মাদকবিরোধী এই কার্যক্রম এলাকায় প্রশংসিত হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।