কুমিল্লায় ব্যবসায়ী হত্যাকান্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

কুমিল্লায় ব্যবসায়ী হত্যাকান্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
এ হত্যাকান্ডের বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদুল ইসলাম মানবকন্ঠের প্রতিবেদককে জানান, গত ১৫ এপ্রিল (শনিবার) বরকইট গ্রামের মৃত.আব্দুল মজিদের পুত্র ব্যবসায়ী শবদর আলী (৪৫) কে হত্যা করে আম গাছের উপর ঝুলিয়ে রেখেছিল। চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত শবদর আলী (৪৫) কে হত্যা করা হয়েছে মর্মে ময়না তদন্ত রির্পোট পাওয়া মাত্রই হত্যাকান্ডের সাথে জড়িত প্রধান ৫ আসামীর মধ্যে তিনজন আসামীকে আটক করতে সক্ষম হই।
ভাঙ্গারী ব্যবসায়ী নিহত শবদর আলী (৪৫)এর স্ত্রী রিনা বেগম বাদী হয়ে চাদিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং: ০৯, তারিখ-১১/০৭/২৫ইং।
নিহতের স্ত্রী রিনা বেগম সাংবাদিকদের জানান-আহাম আলীর চার সন্তান মিলে পরিকল্পিত ভাবে আমার স্বামী শবদর আলীকে শাসরুদ্ধ করে হত্যা করে। গত ২ বছর পূর্বে নিহত শবদও আলী জমি চাষাবাদ বাবদ ৩ লক্ষ টাকা ধার দিয়েছে আসামীদেরকে। আসামীরা আমমার স্বামীর টাকা ফেরত না দিয়ে সুকৌশলে হত্যা করে থাকে। আমি এই হত্যাকান্ডের সুষ্ঠু বিচার চাই। হত্যাকারীদের যেন ফাঁসি হয় তা বিজ্ঞ আদালতের কাছে কামনা করি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইমাম হোসেন জানান-হত্যাকারীরা শবদর আলীকে কৌশলে হত্যা করে তা অপমৃত্যু হিসেবে চালিয়ে দিতে চেয়েছিল, ময়না তদন্ত রির্পোট তিন মাস পর আসা মাত্রই শবদর আলীকে হত্যা করা হয়েছে মর্মে প্রমানিত হয়। হত্যাকান্ডে জড়িত ৫জনের মধ্যে ৩জনকে আটক করা হয়েছে। বাকী আসামীদের ধরতে অভিযান চলমান রয়েছে।
