ছাত্র আন্দোলনে হামলার দায়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ছাত্র আন্দোলনে হামলার দায়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

 কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা চার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু হানিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে কুমিল্লা নগরীর কোটবাড়ী রোডের চাঙ্গনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আবু হানিফ দলটির কুমিল্লা মহানগর শাখার ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দলের লোকজন নিয়ে আবু হানিফ কোটবাড়ী বিশ্বরোড এলাকায় আন্দোলন-সংগ্রামে হামলায় জড়িত ছিলেন। মামলার আসামি হয়েও তিনি এলাকায় ঘুরে বেড়াতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোটবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীলিপ কুমার মজুমদারের নেতৃত্বের তাকে গ্রেপ্তার করা হয়।

inside-post
আরো দেখুন