ছাত্র আন্দোলনে হামলার দায়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ছাত্র আন্দোলনে হামলার দায়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার আবু হানিফ দলটির কুমিল্লা মহানগর শাখার ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি।
তিনি নগরীর কোটবাড়ী এলাকার রামপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে।
ওসি মোহাম্মদ সেলিম বলেন, ‘গ্রেপ্তার আবু হানিফের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় ৩টি এবং কোতোয়ালি মডেল থানায় একটি মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে। ৭ দিনের রিমান্ড ছেড়ে দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তার জামিন নাকচ করে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো নির্দেশ দেন।’
