নরসিংদীতে মাদক কারবারির বাড়িতে মিলল তরুণের লাশ

নরসিংদীতে মাদক কারবারির বাড়িতে মিলল তরুণের লাশ

 নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে এক মাদক কারবারির বাড়ি থেকে সাজিদ হোসেন (২২) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকালে সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের বাগহাটা টেকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, হত্যাকাণ্ডের শিকার হওয়া যুবকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। যার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে তারাও চিহ্নিত মাদক ব্যবসায়ী।

তবে নিহত সাজিদের পরিবারের অভিযোগ, মাদক ব্যবসায়ী দুলালের বাড়িতে নির্যাতন করে সাজিদকে হত্যা করা হয়েছে। 

পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত সাজিদ হোসেন টেকপাড়া এলাকার আবদুল আজিজের ছেলে। অভিযুক্ত দুলাল ও সাজিদ একসঙ্গে মাদকের কারবার করত। সম্প্রতি সাজিদের সঙ্গে মাদকের টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়।

এরই প্রেক্ষিতে দুই দিন আগে সাজিদকে আটকে রেখে ৫০ হাজার টাকা দাবি করে দুলাল। গতকাল রবিবার সাজিদের মা মুসলেমা বেগম টাকার ব্যবস্থা নেই জানালে জমির দলিল নিয়ে আসতে বলা হয়। এরইমধ্যে রবিবার দিবাগত রাত ২টার দিকে তিনি খবর পান ছেলেকে নির্যাতন করে হত্যার পর বাড়ির গেটে তালা লাগিয়ে পালিয়ে যায় দুলাল ও তার বাড়ির লোকজন। পরে তালা ভেঙে ঘরে প্রবেশ করে মৃত অবস্থায় মরদেহ খাটে পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে নরসিংদী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের শিকার হওয়া যুবকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সেই সঙ্গে যাদের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে তারাও চিহ্নিত মাদক কারবারি।

তবে কী কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করছে পুলিশ। 

inside-post
আরো দেখুন