ছেলের শরীরে নির্যাতনের চিহ্ন দেখে মৃত্যুর কোলে বাবা

ছেলের শরীরে নির্যাতনের চিহ্ন দেখে মৃত্যুর কোলে বাবা
নিহত সুরুজ মিয়া (৭০) উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামের তাজু মিয়ার ছেলে। আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে তার লাশ দাফন করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নিহত সুরুজ মিয়ার ছেলে পাবেল (২৫) গতকাল রবিবার দুপুরে গৌরীপুর বাজারের ঈদগাঁ মাঠে কবুতর কিনতে যান। বাজার থেকে কয়েকজন তাকে অপহরণ করে পশ্চিম বাজার একটি বাসায় নিয়ে যায়। এরপর মুক্তিপণ বাবদ পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে পাবেলের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়।
দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, ‘বিষয়টি কেউ জানায়নি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে খোঁজখবর নেওয়ার জন্য ভুক্তভোগীর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। যারা জড়িত তদন্ত করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’
