বর্তমান সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার শেষ হবে : আইন উপদেষ্টা

বর্তমান সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার শেষ হবে : আইন উপদেষ্টা
তিনি বলেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নারায়ণগঞ্জের ২১ জন শহীদ হয়েছেন। এ ছাড়া সাড়ে ৩০০ মানুষ আহত হয়েছে। আপনাদের দৃঢ়কণ্ঠে জানাতে চাই, বিচারের কার্যক্রম পূর্ণ গতিতে এগিয়ে চলছে।
সোমবার (১৪ জুলাই) বিকেলে সদর উপজেলার হাজীগঞ্জ এলাকায় দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জুলাইয়ে আহত ও নিহত অনেকগুলো মামলার তদন্তের অগ্রগতি হয়েছে।
স্থানীয়ভাবে আইন-শৃঙ্খলা লঙ্ঘনকারীরা বিশৃঙ্খলা করছে, ভয়ংকর হত্যাকাণ্ড হচ্ছে। জুলাইয়ে যেমন ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করেছিলেন, এইভাবে ঐক্যবদ্ধ থাকলেই তাদের প্রতিরোধ করতে পারবেন। সরকারের পাশাপাশি আপনারাও তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। প্রশাসন আপনাদের সহযোগিতা করবে।’
