জিববাদীরা আজ বাধা দিয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব দেব : নাহিদ ইসলাম

জিববাদীরা আজ বাধা দিয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব দেব : নাহিদ ইসলাম
নতুন বাংলাদেশে গোপালগঞ্জ নামে কোনো বৈষম্য হবে না জানিয়ে তিনি বলেন, ‘চাকরিতে নতুন বাংলাদেশে কোনো বৈষম্য হবে না। কিন্তু গোপালগঞ্জে কোনো সন্ত্রাসী আমরা সহ্য করব না।’
পথসভায় বাধা ও সভাস্থলে হামলা নিয়ে তিনি বলেন, ‘মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে।
আমরা যদি আজ এখানে বসে ঘোষণা দিই সারা বাংলাদেশ গোপালগঞ্জে এসে হাজির হবে। আজ যারা বাধা দিয়েছে প্রশাসন যদি এদের চিহ্নিত করে ব্যবস্থা না নেয় তাহলে আমরা আবার আসব গোপালগঞ্জে। নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের হাত থেকে রক্ষা করব ইনশাআল্লাহ।’
