আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় ফিরছেন এনসিপি নেতারা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় ফিরছেন এনসিপি নেতারা

 অনলাইন ডেস্ক

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছেন এনসিপির নেতারা। বুধবার বিকেল ৫ টার দিকে তারা ঢাকার উদ্দেশে রওয়ানা দেন।

জানা যায়, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফিরে আসার সময় সড়ক অবরোধ করে দলটির কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুপুর আড়াইটার দিকে যখন এনসিপি নেতাদের গাড়িবহর শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা অতিক্রম করার চেষ্টা করে, সেই সময় তাদের ওপর ইটপাটকেল হামলা শুরু হয়।

 

এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে যোগ দিয়েছেন ৪ প্লাটুন বিজিবি সদস্য। এর আগে সমাবেশস্থলেও হামলা করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ।

গোপালগঞ্জ শহর থেকে সাংবাদিকরা জানাচ্ছেন, শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। ফাঁকা গুলি, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়েও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে পারেনি পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী।

পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটছে। সমাবেশস্থলের মঞ্চের পাশাপাশি চেয়ারগুলো রাস্তায় এনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে এবং যান চলাচলও কার্যত বন্ধ হয়ে গেছে। 

এদিকে এসব হামলার প্রতিবাদে দেশব্যাপী ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় যুব শক্তি।

inside-post
আরো দেখুন