ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমিরের

ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমিরের

 অনলাইন ডেস্ক

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাদের ওপর হামলার ঘটনার সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ আহ্বান জানিয়েছেন তিনি।ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেছেন, ‘গোপালগঞ্জে কী হচ্ছে? গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ।

যতদূর জানতে পেরেছি, এনসিপির নেতৃবৃন্দ স্বাভাবিক নিয়মে সর্বপর্যায়ের প্রশাসনের সঙ্গে পূর্ব থেকেই আলাপ-আলোচনা করে তাদের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা চেয়েছেন। এটি তাদের রাজনৈতিক অধিকার।’তিনি আরো বলেন, ‘এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, কার্যত মাঠে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো উপস্থিতিই লক্ষ করা যাচ্ছে না। অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে হবে।
অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের ওপরেই বর্তাবে।’সংশ্লিষ্ট এলাকার জনগণকে সব ধরনের উশৃঙ্খলতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে শান্তিপ্রিয়, ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আন্তরিক আহ্বান জানান জামায়াত আমির।
inside-post
আরো দেখুন