সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্লকেড কর্মসূচি ঘোষণা

এনসিপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলার প্রতিবাদ
সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্লকেড কর্মসূচি ঘোষণা
এনসিপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার বিকেল ৪টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংগঠনের পেইজে এক স্ট্যাটাসে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
স্ট্যাটাসে বলা হয়েছে, ‘গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদেরকে হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দল সহ সর্বস্তরের ছাত্রজনতাকে সাথে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।’
এর আগে বুধবার সকাল থেকে গোপালগঞ্জে এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ সমাবেশ ঘিরে থমথমে অবস্থা বিরাজ করে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি এবং পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। দুপুরের দিকে সমাবেশ শেষে ফিরে যাওয়ার পথে সড়ক অবরোধ করে এনসিপির গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
