কুমিল্লায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

কুমিল্লায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

 কুমিল্লা প্রতিনিধি:

 

কুমিল্লায় চোর সন্দেহে গণপিটুনির পর চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে কুমিল্লা নগরীর কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন নির্মাণাধীন পুলিশ প্লাজার নিচে তাকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে মারা যায় সে।

নিহত যুবকের নাম তুহিন (২৩)।
তিনি ফেনীর দেওয়ানগঞ্জ এলাকার বাবুল মিয়ার ছেলে। কুমিল্লা শহরের গর্জনখোলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।গণপিটুনিতে যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান। তিনি বলেন, ‘বুধবার সকালে কুমিল্লা নগরীর কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন নির্মাণাধীন পুলিশ প্লাজার নিচে তুহিন নামের এক যুবককে চোর সন্দেহে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা।
তুহিনের মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে মামলা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’ 
inside-post
আরো দেখুন