বিকালে ঢাকার সব থানার সামনে এনসিপির মানববন্ধন

বিকালে ঢাকার সব থানার সামনে এনসিপির মানববন্ধন

 অনলাইন ডেস্ক

গোপালগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগরের সব থানায় একযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

গতকাল রাতে দলটির কেন্দ্রীয় সংগঠক এম এম শোয়াইব এই কর্মসূচির কথা জানান। এর আগে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে ঢাকায় অনুষ্ঠিত এনসিপির মশাল মিছিল থেকে আকরাম হোসাইন এই কর্মসূচি ঘোষণা করেন।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এই কর্মসূচির মাধ্যমে তারা সরকার ও প্রশাসনের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চায়— গোপালগঞ্জের ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

inside-post
আরো দেখুন