ফরিদপুরে এনসিপির পথসভা, নিরাপত্তায় ৪০০ পুলিশ সদস্য

ফরিদপুরে এনসিপির পথসভা, নিরাপত্তায় ৪০০ পুলিশ সদস্য
আজ বৃহস্পতিবার সকাল থেকেই সভাস্থলে ভিড় করছেন বিভিন্ন গণমাধ্যমকর্মী।
মঞ্চের নির্মাণকাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। জনতা ব্যাংক মোড় এলাকায় দেখা গেছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য, যারা মঞ্চ ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন।
আহ্বায়ক এস এম জাহিদ জানান, ‘নেতৃবৃন্দ এখনো ফরিদপুরে পৌঁছাননি। তাদের আসার পথে মধুখালীতে আরো একটি পথসভা করার কথা রয়েছে।
ফরিদপুর কোতোয়ালী থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘পথসভাকে কেন্দ্র করে চার শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
