সম্পর্কের বিষয়ে জানতে শাকিব খানকে প্রশ্ন করুন : মিষ্টি জান্নাত

সম্পর্কের বিষয়ে জানতে শাকিব খানকে প্রশ্ন করুন : মিষ্টি জান্নাত

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমনই প্রশ্নের উত্তরে মিষ্টি জান্নাত বলেন, এসব প্রশ্ন তাকে করে লাভ নেই, বরং শাকিবকেই করা উচিত।
অভিনেত্রী বলেন, ‘আমি কোনো রহস্য নিয়ে কথা বলব না। শাকিব খানকে নিয়ে কোনো কথা বলতে চাই না। তিনি বলেন, যদি প্রশ্ন থাকে, আমি সবাইকে পরিষ্কার করতে চাই- শাকিব খানকে আপনারা সবাই জিজ্ঞাসা করবেন, সে তো প্রেস মিটে যায়।
এর আগে গত বছর শাকিব খানের তৃতীয় বিয়ের যখন গুঞ্জন ওঠে, তখন শোনা যায় পাত্রী হিসেবে ডাক্তার বেছে নিয়েছে শাকিবের পরিবার। সেই থেকে গুঞ্জন, হয়তোবা মিষ্টি জান্নাতই সেই পাত্রী। কারণ অভিনেত্রী পরিচয়ের বাইরেও তিনি একজন দন্ত চিকিৎসক। এ নিয়ে মিষ্টি জান্নাতকে প্রশ্নও ছোড়া হয়।
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। এরপর ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও।