বুড়িচংয়ে গাঁজা পাচারকালে মা-মেয়েসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

বুড়িচংয়ে গাঁজা পাচারকালে মা-মেয়েসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

 কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার বুড়িচংয়ে ৩০ কেজি গাঁজা পাচারকালে মা-মেয়েসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার বাকশীমূল ইউনিয়নের কোদালিয়া-ছিনাইয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—একই ইউনিয়নের উত্তর আনন্দপুরের বাসিন্দা জেনারুল হোসাইন জেনু (৩৪), দক্ষিণ আনন্দপুরের বাসিন্দা মো. রুবেল (৩৫),পাঁচোড়া গ্রামের বাসিন্দা আব্দুল ওয়াসেদ মিয়ার মেয়ে আসমা আক্তার (২০), মাশরা গ্রামের মৃত শফিকুল ইসলামের মেয়ে জাহানারা বেগম (৩৬) ও একই গ্রামের মৃত শফিকুল ইসলামের স্ত্রী রোকেয়া (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯ টার দিকে বাকশীমূল ইউনিয়নের কোদালিয়া-ছিনাইয়া এলাকায় মাদক পাচারকালে একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাওয়া দিয়ে আটক করে স্থানীয়রা।

পরে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকদের মধ্যে একই পরিবারের মা ও মেয়ে রয়েছে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক ও অটোরিকশাটিকে জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।মাদকসহ পাঁচজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।

inside-post
আরো দেখুন