পাহাড়ি-বাঙালি ঐক্য গড়ে তোলার আহ্বান নাহিদ ইসলামের

পাহাড়ি-বাঙালি ঐক্য গড়ে তোলার আহ্বান নাহিদ ইসলামের

সোমবার (২১ জুলাই) দুপুরে খাগড়াছড়িতে পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘একটি রাষ্ট্র যত বেশি বৈচিত্র্যকে ধারণ করতে পারে, তার ওপরই রাষ্ট্রের মর্যাদা ঠিক হয়। ৭২-এর সংবিধানে সেটিকে অস্বীকার করা হয়েছে। এসব জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি সেই সংবিধানে নিশ্চিত করা হয়নি। সেখানে জাতির সঙ্গে জাতির বিদ্বেষ, ধর্মের সঙ্গে ধর্মের পার্থক্য, সেক্যুলারিজমের সঙ্গে ইসলামের বিভেদ, এমন নানা রকম বিভেদ জিইয়ে রাখা হয়েছে।