ক্ষুধার কারণে গাজায় মৃত্যুঝুঁকিতে এএফপির সাংবাদিকরা

ক্ষুধার কারণে গাজায় মৃত্যুঝুঁকিতে এএফপির সাংবাদিকরা
এএফপি জানিয়েছে, গাজা উপত্যকায় তাদের অধিকাংশ সাংবাদিক শারীরিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে, তারা এখন আর পেশাগত দায়িত্ব পালনে সক্ষম নন এবং পরিস্থিতি দিনের পর দিন আরো ভয়াবহ হয়ে উঠছে।
সংস্থাটি বলেছে, ‘তাদের হৃদয়বিদারক সাহায্যের আহ্বান এখন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমরা যেকোনো মুহূর্তে তাদের মৃত্যুসংবাদ পেতে পারি, আর এ বিষয়টি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।’
যদিও সাংবাদিকদের মাসিক বেতন প্রদান করা হচ্ছে, তবুও তাদের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী হয় বাজারে নেই, অথবা থাকলেও দাম এত বেশি যে তা নাগালের বাইরে।
সংগঠনটি আরো জানায়, ‘এএফপি ১৯৪৪ সালের আগস্টে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা যুদ্ধক্ষেত্রে সাংবাদিক হারিয়েছি, আমাদের কেউ কেউ আহত হয়েছেন, কেউ কেউ বন্দিও হয়েছেন।
