রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হবেন নিহত পাইলট সাগর

রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হবেন নিহত পাইলট সাগর
আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে জানাজা শেষে নগরীর সপুরা গোরস্তানে তার মরদেহ দাফন করা হবে। তৌকিরের চাচা মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিধ্বস্ত বিমানের নিহত পাইলট তৌকির ইসলামের জানাজা সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে।
তিনি আরো জানান, তৌকিরের মৃত্যুতে শোকের আবহ, পুরো রাজশাহী নগরীজুড়ে। সকাল থেকেই ভাড়া বাসায় ভিড় জমাতে শুরু করেছেন স্বজনরা।
